রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
করোনা মোকাবেলায় কর্মহীন পরিবারের শিশুদের পুষ্টি যোগান দিতে বরিশালের আগৈলঝাড়ায় দু’টি ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১শ ২০টি পরিবার সদস্যদের মধ্যে প্রধান মন্ত্রীর বরাদ্দকৃত শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। সোমবার সকালে বাকাল ইউনিয়ন পরিষদ মাঠে ওই ইউনিয়নের ৬০টি দরিদ্র পরিবারের মাঝে নিরাপদ দূরত্ব বজায় রেখে প্রতি পরিবারের শিশু খাদ্য হিসেবে ১কেজি চিনি, ৪শ গ্রাম প্যাকেট গুড়া দুধ, ৫শ গ্রাম ডাল, ৫শ গ্রাম সুজি ও ১প্যাকেট পুষ্টি বিস্কুট বিতরণ করা হয়েছে। শিশু খাদ্য বিতরণের সময় উপস্থিত ছিলেন বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, সরকারী তদারকি কর্মকর্তা প্রীতিশ বিশ্বাস।
অন্যদিকে একই দিন সকালে গৈলা মডেল ইউনিয়ন পরিষদ চত্তরে ওই ইউনিয়নের ৬০টি পরিবার সদস্যদের মধ্যে অনুরুপভাবে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। শিশু খাদ্য বিতরণের সময়ে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. শফিকুল হোসেন টিটু, সরকারী তদারকি কর্মকর্তা কাজী আবদুস সোবহান, গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম চানসহ প্রমুখ।