সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে ভাঙ্গান রোধে সরকার নদীর তীর রক্ষা বাঁধের চলমান কাজ পরিদর্শন করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী বগুড়া পওর সার্কেল বাউবো বগুড়া ( প্রজেক্ট পিডি) মো, আরিফুল ইসলাম।
শনিবার(১৭ফেব্রয়ারি) দুপুরে উপজেলার বাঘুটিয়া নদীর তীর রক্ষা বাঁধের কাজে হুনগতমান ও ডাম্পিংকাজ দ্রুত বাস্তবায়নে প্রকল্ল এলাকা পরিদর্শন করা হয়। এসময় সফরসংগী হিসেবে উপস্থিত ছিলেন, নির্বাহী প্রকৌশলী সিরাজগঞ্জ পওর বিভাগ, মো, মাহবুবুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী (পুর) বাংলাদেশ পানি উন্নয়ন বোড সিরাজগঞ্জ মো, মিলটন হোসেন, উপ-সহকারী প্রকৌশলী এনায়েতপুর পওর শাখা বাউবো সিরাজগঞ্জ মো,সোলায়মান ভূইয়া, সিরাজগঞ্জ উপসহকারী প্রকৌশলী আব্দুল ওহাব প্রমুখ। এছাড়াও প্রকল্পের কাজে দায়িত্বপ্রপ্তরা।