পাবনার ঈশ্বরদীতে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মাদকের দুই কারবারিকে আটক করেছে থানা পুলিশ। আজ (বুধবার) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সেলিম রেজার নেতৃত্বে ঈশ্বরদী থানা পুলিশের একটি চৌকসদল পাকশী লালন শাহ সেতুর পূর্ব পাশে পঞ্চগড় থেকে বরিশালগামী গোল্ডেন লাইন বাসে অভিযান চালিয়ে ফেন্সিডিল উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন পঞ্চগড় জেলার অটোয়ারির কালিকাপুর গ্রামের খাজিম উদ্দিনের ছেলে মোঃ মানিক ইসলাম (৩৫) ও একই থানার বড়দাপ গ্রামের দুলু মিয়ার ছেলে মোঃ আবুল হাসনাত এপ্রিল (২৮) পিতা দুলু মিয়া। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে। দুপুরে পাবনা আদালতে প্রেরন করা হয়েছে।