মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৮ অপরাহ্ন

ই-পেপার

মোস্তফা প্রি-ক্যাডেট স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:০২ অপরাহ্ণ

সিরাজগঞ্জের সলঙ্গা থানা সদরে অবস্থিত প্রাথমিক শিক্ষার শ্রেষ্ঠ বিদ্যাপিঠ মোস্তফা প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।খেলার শুভ উদ্বোধন করেন,প্রতিষ্ঠানের পরিচালক ও অধ্যক্ষ মোস্তফা জামান।ধারা বিবরণীতে ছিলেন,স্কুলের শিক্ষিকা মাহফুজা খাতুন ও সাইফুল ইসলাম।
গতকাল মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সারাদিন ব্যাপী আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা,কর্মচারী,ছাত্র-ছাত্রী,অভিভাবক,আমন্ত্রিত অতিথিসহ এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দৌড়,উচ্চ লম্ফ, দীর্ঘ লম্ফ,মোরগযুদ্ধ,বিস্কুট দৌড়, অংক দৌড়, ভারসাম্যদৌড়,অংক দৌড়,ক্রিকেট বল নিক্ষেপ,অভিনয়,ছড়া-কবিতা,নৃত্য,উপস্থিত বক্তৃতা, যেমন খুশি তেমন সাজসহ মোট ২৯ টি ইভেন্টে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
এ ছাড়াও সম্মানিত অতিথি ও অভিভাবকদের জন্য পাতিল ভাঙ্গা ও বালিশ খেলা যেন দর্শকদের মন কেড়ে নেয়।  বার্ষিক এ ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ দায়িত্ব পালন করেছেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। সার্বিক সহযোগিতায় ছিলেন,খালিদা আছফা,মুক্তা পারভীন,তানিয়া খাতুন,শাপলা খাতুন,সুমা খাতুন,ডলি খাতুনসহ স্কুলের কর্মচারীবৃন্দ। শেষে সকলের উপস্থিতিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর