পাবনা ফরিদপুর উপজেলার খাগরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো : আবু বাসেদের এক রাজকীয় বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
মজ্ঞলবার (১৩ ফেব্রুয়ারী) খাগরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো : গোলাম হোসেন গোলাপ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার খ ম জাহাঙ্গীর আলম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো: আবুল কালাম আজাদ, ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো : খলিলুর রহমান সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: নুরুল ইসলাম কুদ্দুস, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: মুক্তি, ভার্জিনিয়া ট্রেস্ট আওয়ামী লীগ সভাপতি মো : আবুল কালাম আজাদ, বিশিষ্ট সমাজ সেবক মো: রাজু আহমেদ সরকার,উপজেলা প্রেসক্লাব সভাপতি মো: হাফিজুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তি। বিশিষ্ট সমাজ সেবক মো: আব্দুল মালেকের পরিচালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক অবসরপ্রাপ্ত মো: আবু বাসেদ।
খাগরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো : শামস উদ্দিন আহমেদ বাচ্চুর সভাপতিত্বে বক্তারা সৃতিচারণ করে বলেন,আজ একজন জ্ঞানের আলো দানকারীকে আমাদের বিদায় জানাতে হচ্ছে। তিনি দীর্ঘ দিন এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন এবং রাজশাহী বিভাগের ভিতর শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্থান অর্জন করতে সক্ষম হয়েছেন,ওনি এ শিক্ষা প্রতিষ্ঠানে আসার পর থেকে পাশের হার শতভাগে উন্নিতি হয়েছে।শিক্ষার পরিবেশ ফিরে এসেছে।আজকে এই মহান শিক্ষকের বিদায় জানাতে গিয়ে আমাদের কলিজা বিদীর্ণ হয়ে যাচ্ছে। আমরা এই মহান শিক্ষকের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি।
পরে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আবু বাসেদকে সহকারী শিক্ষক, এলাকার বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তি, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ফুলের শুভেচ্ছা সহ বিভিন্ন উপহার প্রদান করেন।