শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন

ই-পেপার

চাটমোহর টেকনিক্যাল এন্ড বিজন্সে ম্যানেজমেন্ট ইন্সটিটিটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:৪০ অপরাহ্ণ

চাটমোহর টেকনিক্যাল এন্ড বিজন্সে ম্যানেজমেন্ট ইন্সটিটিটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিদালয়ের নিজস্ব মাঠে অনুষ্ঠিত হয় এ ক্রীড়া প্রতিযোগিতা।

স্বাগত বক্তব্য দেন, টেকনিক্যাল এন্ড বিজন্সে ম্যানেজমেন্ট ইন্সটিটিটের অধ্যক্ষ মোঃ আব্দুর রহিম।

বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য দেন, জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম পলাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মগরেব আলী, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও অরবিটল লিংক স্কুল এন্ড কলেজের সভাপতি অধ্যক্ষ এম এ মতিন ও চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. হেলালুর রহমান জুয়েল প্রমূখ।

ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বড়াল রক্ষা আন্দোলনের সদস্য সচিব এস এম মিজানুর রহমান, অধ্যক্ষ রেজাউল করিম হেলাল, কৃষক লীগের সভাপতি মিজানুর রহমান মজনু খা, মির্জাপুর ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মোজাম্মেল হক, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সঞ্জিত সাহা কিংসুক, সাবেক সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্ত চাটমোহর প্রতিনিধি মো. নূরুল ইসলাম মাস্টার, দৈনিক যুগান্তর চাটমোহর প্রতিনিধি পবিত্র তালুকদার ও দৈনিক আজকের পত্রিকা চাটমোহর প্রতিনিধি শুভাশীষ ভট্রাচর্য্য তুষার, জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, প্রাক্তণ ছাত্র-ছাত্রী ও প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীগণ।

দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর