এতে উপস্থিত ছিলেন ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুস সামাদের স্ত্রী রেহানা বেগম, তার মেয়ে রোকসানা ইয়াছমিন, জান্নাতুল ফেরদৌস, লুলু বিলকিস ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মোকছেদুর রহমানসহ বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা।
ভাঙ্গুড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মোকছেদুর রহমান বলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফসার আলী আমাদের পরিবারের সন্তানদের ওয়ারিশন সার্টিফিকেট থেকে শুরু করে নাগরিক সেবা সহযোগিতা না করে হয়রানি করছেন। আমরা মুক্তিযোদ্ধা যারা বেঁচে আছি ইউপি চেয়ারম্যান আফসার আলীর এই কর্মকাণ্ডের তীব্র নিন্দাসহ প্রতিবাদ জানাই।
এদিকে মন্ডতোষ ইউপি চেয়ারম্যান মো. আফসার আলী বলেন, জমি সংক্রান্ত বিষয়ে আইনগত জটিলতার কারণে ওয়ারিশ সার্টিফিকেট প্রদান করা হয়নি। কিন্তু মুক্তিযোদ্ধার ভাতা উত্তোলনের জন্য উত্তরাধিকারী সার্টিফিকেট প্রদান করা হয়েছে।