শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন

ই-পেপার

ভাঙ্গুড়ায় ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর সুধী সমাবেশ

চলনবিলের আলো ডেক্স:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:১৪ অপরাহ্ণ

ভাঙ্গুড়ায় ডাচ্-বাংলা ব্যাংক মোবাইল এজেন্ট ব্যাংকিং এর গ্রাহক ও সুধী জনের সমন্বয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সঞ্চিতা টেলিকমের সত্ত্বাধিকারী শ্রী সংগীত কুমার পাল কর্তৃক আয়োজিত উপজেলার ভাঙ্গুড়া বাজারের পৌর সদরের খাদ্য গুদাম চত্ত্বরে এই সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর অনার শ্রী সংগীত পালের সভঅপতিত্বে করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকিং শাখার একাল সেকাল নিয়ে আলোচনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল। এ সময় তিনি স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ব্যাংকিং খাতে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর অবদান ও বর্তমান সরকারের সাফল্য তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহক ও সুধী সমাজের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মো. আবু জুয়েল,রিজিওয়াল ম্যানেজার ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং, রাজশাহী রিজিওয়াল। এ সময় তিনি জানান,বাংলাদেশ ব্যাংকের নিয়ম মেনে গ্রাহকে একাউন্ট খুলতে ব্যাংকিং সেবার মত সকল কাগজ পত্র নিয়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয় এবং ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এ গ্রাহকের আঙ্গুলে ছাপ নিয়ে টাকা উত্তোলন করতে হয়। ফলে গ্রাহকের প্রতারণার সম্ভবনা একেবারেই নেই। এফডিআর, ডিপিএস ও মাসিক সঞ্চয় ও গ্রহক এই বাংকে নিরাপদে রাখতে পারেন। একই শাখায় টাকা রাখা ও উত্তোলন করতে কোন ধরণের চার্জ নেওয়া হয় না।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. লোকমান হোসেন। সরকারি হাজী জামাল উদ্দীন ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ শাহিদুজ্জামান তরুন,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজাদ খান,উপজেলা পুঁজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী মলয় কুমার দেব, ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সহসভাপতি প্রভাষক মো. আব্দুর রহিম সহ প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, কয়েকশত গ্রাহক,সুধী সমাজ,সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর