পাবনার ভাঙ্গুড়ায় প্রিজম প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ভাঙ্গুড়া পৌর সদরের এস.আর পাড়ায় বিদ্যালয়ের নিজস্ব মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. লোকমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রমজান আলী খান, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মো. রায়হান আলী ও স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক রাসেল আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. বরাত আলী, অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল হামিদ, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মানিক হোসেন ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মামুন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্রীড়া শিক্ষক শেখ সাখাওয়াত হোসেন।