শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন

ই-পেপার

গরু চুরি আতঙ্কে রাতভর পাহারায় ভাঙ্গুড়াবাসী

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:২৫ পূর্বাহ্ণ

গরু চুরির আতঙ্কে রাত জেগে পাহারা দিচ্ছে পাবনার ভাঙ্গুড়া উপজেলার অধিকাংশ গ্রামের মানুষ। প্রায় এক মাস আগে গরু চুরি করতে আসা তিন যুবক গণধোলাইয়ে নিহত হওয়ার পরে হঠাৎ করে গরু চোরেরা উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় প্রতিরাতেই গরু চুরি করতে আসছে। এতে নির্ঘুম রাত কাটছে গরু মালিকদের।

জানা যায়, গত ৫ জানুয়ারি দিবাগত রাতে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের অষ্টমনিষা গ্রামে গরু চুরি করতে আসলে এলাকাবাসী চোরদের ধাওয়া করলে তিন চোর উপজেলার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান গ্রামে গণধোলাইয়ে নিহত হয়। নিহতদের সবাই চুরি ডাকাতি ও হত্যাসহ প্রায় এক ডজন মামলার আসামি ছিল। তবে এই ঘটনার পরেই হঠাৎ করে উপজেলার বিভিন্ন গ্রামে গরু চুরির উপদ্রব বেড়ে গেছে। গত ২২ জানুয়ারি রাতে উপজেলার খানমরিচ ইউনিয়নের মহিষবাথান গ্রামে দুটি মহিষ চুরি করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর ধাওয়ায় মহিষ রেখে পালিয়ে যায় চোর। এর তিনদিন পর একই ইউনিয়নের খানমরিচ গ্রামে চারটি গরু চুরি করে নিয়ে যায় চোর চোক্র। গত বুধবার রাতে হেলেঞ্চা গ্রামে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় মালিকের চিৎকারে এলাকাবাসী ধাওয়া করলে চোর গরু রেখে পালিয়ে যায়। একইদিন উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের কাশিপুর গ্রামে রজব সরকারের বাড়িতে গরু চুরি করতে আসলে এলাকাবাসীর ধাওয়ায় চোর পালিয়ে যায়।

অষ্টমনিষা ইউনিয়নের আওয়ামীলীগ নেতা ও প্যানেল চেয়ারম্যান মজির হোসেন বলেন, বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র নিয়ে চোরেরা গরু চুরি করতে আসে। এলাকাবাসীর ধাওয়া খেয়ে পালিয়ে যায়। তবে পালাতে গিয়ে তারা সামনে পড়া মানুষকে বিভিন্ন হুমকি দেয় ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাতে করে।

খানমরিচ ইউনিয়নের চেয়ারম্যান মনোয়ার খান মিঠু বলেন, প্রতিটি গ্রামে পাহারার ব্যবস্থা করা হয়েছে। প্রধান প্রধান সড়কে চেক পোস্ট বসিয়েছি। পুলিশ সহযোগিতা করছে। এতে কিছুটা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, চুরির উপদ্রব ঠেকাতে উপজেলার বিভিন্ন এলাকায় গ্রামবাসীর সহযোগিতায় রাত জেগে পাহারার ব্যবস্থা করা হয়েছে। এসব পাহারায় পুলিশ সার্বিক সহযোগিতা করছে। এছাড়া পুলিশের টহল জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর