অজ্ঞাত গাড়ীর চাপায় দিনাজপুরের বীরগঞ্জে মনি মার্ডি (৬২)নামে এক আদিবাসী বৃদ্ধার মৃত্যু হয়েছে।মনি মার্ডি উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বাক্ষনভিটা গ্রামের রামদাস মুর্মুর স্ত্রী।মঙ্গলবার বিকেলে উপজেলার সাতোর ইউনিয়নের ঘোষপাড়ায় দিনাজপুর-পঞ্চগড় সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বীরগঞ্জ থানার এসআই মোঃ শাহাজাহান সিরাজ জানান, উপজেলার সাতোর ইউনিয়নের ঘোষপাড়ায় বুধবার বিকেলে দিনাজপুর-পঞ্চগড় সড়কে পারাপারের মনি মার্ডিকে অজ্ঞাত একি গাড়ী চাপা দিয়ে পালিয়ে যায়। গাড়িটি মনি মার্ডির মাথার উপর দিয়ে যাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বীরগঞ্জ থানার ওসি মোঃ মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনে প্রক্রিয়া গ্রহণের জন্য ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।