শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন

ই-পেপার

সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:১৩ অপরাহ্ণ

পাবনার ভাঙ্গুড়ায় ঐতিহ্যবাহি ও স্বনামধন্য সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের ৮৭তম বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৬ ফেব্রুয়ারি) দিনব্যাপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের মাঠ চত্বরে ২৬টি ইভেন্টে এই বার্ষিক ক্রীড়া, সাংষ্কৃতিক (নৃত্য)প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ক্রীড়া দিবসের সূচনা লগ্নে জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা উত্তোলন জাতীয় সংগীত, শপথ বাক্য পাঠ শেষে বার্ষিক ক্রীড়া শুভ সূচনা করেন সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি মো. আরাফাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন,বিশিষ্ঠ শিক্ষানুরাগী ও সমাজ সেবক ড. মাসুদ মোহাম্মদ জাহিদ হাসান, সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত  অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজাদ খান, বিদ্যালয় ও কলেজের শিক্ষক কর্মচারিবৃন্দ।

এর পর শিক্ষার্থীদের অংগ্রহণে কুচকাওয়াজ শেষে দিনব্যাপি ক্রীড়ামতি শিক্ষার্থীরা ২৬টি ইভেন্টে অংশ গ্রহণ করেন। দিবসের পড়ন্ত বেলায় বিদ্যালয়ের কমলমতি শিক্ষার্থীদের অংশ গ্রহণে মনেজ্ঞ সাংষ্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। দিনব্যাপি ক্রীড়া পরিচালনা করেন শরীর চর্চা শিক্ষক মো. হেদায়েতুল্লাহ ও সহঃ ক্রীড়া পরিচালক বৃন্দ।

বিকালে বিশিষ্ঠ শিক্ষানুরাগী ও সমাজ সেবক ড. মাসুদ মোহাম্মদ জাহিদ হাসান, সরকারি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সভাপতি মো. রায়হান আলী, সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। অনুষ্ঠানটির ধারা বর্ণনা করেন ইতিহাস বিভাগের প্রভাষক মো, লোকমান হোসেন ও সহকারি গ্রন্থাগরিক মো. মাহবুবুল আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর