শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:১২ অপরাহ্ন

ই-পেপার

একই স্মার্ট কার্ডে চার ধরনের ‘ভাঙ্গুড়া’ বানান

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৪০ অপরাহ্ণ

পাবনার ভাঙ্গুড়ায় পৌরসভায় বিতরণকৃত জাতীয় পরিচয় পত্রের স্মার্ট কার্ডে চার ধরনের বানানে ‘ভাঙ্গুড়া’ লেখা হয়েছে। রাস্তা, গ্রাম, ডাকঘর ও উপজেলার স্থানে ভিন্ন ভিন্ন বানানে ‘ভাঙ্গুড়া’ লেখা হয়েছে। এতে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বহীনতা ও উদাসীনতাকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেছেন ভোটাররা।

জানা যায়, গত ৩১ জানুয়ারি থেকে ভাঙ্গুড়া উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়। এতে প্রথম তিন দিন ভাঙ্গুড়া পৌরসভার প্রায় ১৫ হাজার ভোটারকে স্মার্ট কার্ড দেয়া হয়। পৌরসভার ভাঙ্গুড়া বাজারে বসবাসরত ভোটারদের এসব স্মার্ট কার্ডে গ্রাম বা রাস্তার স্থানে ভাঙ্গুড়া বাজার, ভাঙ্গুরা বাজার, ডাকঘরের স্থানে ভাঙগুড়া-৬৬৪০, ভাংগুড়া ও পৌরসভার নাম ভাঙ্গুরা লেখা হয়েছে। একই স্মার্ট কার্ডের চার ধরনের ভাঙ্গুড়া বানানে চরম বিস্মিত কার্ড সংগ্রহকারী ভোটাররা।

পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওবায়দুল ইসলাম বলেন, একই ব্যক্তির স্মার্ট কার্ডে চার ধরনের ভাঙ্গুড়া বানান দেখে চরম হতবাক হয়েছি।
পৌরসভার তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর বরাত আলী বলেন, ‘ভাঙ্গুড়া’ শব্দটি সব জায়গায় একই রকমভাবে লেখা প্রয়োজন। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাচন অফিসারের সঙ্গে কথা বলব। যাতে পরবর্তীতে ভোটাররা কোনো সমস্যায় না পড়ে।

এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার আতাউর রহমান বলেন, ২০০৭ সালে প্রথম ভোটারদের তথ্য সংগ্রহ করা হয়। ওই সময় তথ্য ইনপুটে এমনটা করেছিল তথ্য সংগ্রহকারীরা। যে কারণে ভাঙ্গুড়া নামটি বিভিন্নভাবে লেখা রয়েছে। তবে পরবর্তীতে যারা ভোটার হয়েছে তাদের স্মার্ট আইডি কার্ড ঠিক আছে। বিভিন্ন ধরনের ভাঙ্গুড়া লেখা স্মার্ট কার্ডের বিষয়ে ঊর্ধ্বতন দপ্তরকে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর