বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন

ই-পেপার

উপজেলা চেয়ারম্যান পদে লড়তে চান আমির আহমদ খান

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৩৫ অপরাহ্ণ

এখনো রেশ রয়ে গেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের। তার মধ্যে উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে মনোনয়ন প্রত্যাশীরা নিচ্ছেন প্রস্তুতি। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের প্রার্থিতার কথা তুলে ধরতে শুরু করেছেন। নির্বাচন কমিশনার আগামী মার্চ মাসে উপজেলা পরিষদের নির্বাচন করার পরিকল্পনা ঘোষণা করায় উপজেলার সম্ভাব্য প্রার্থীরা বিভিন্নভাবে আগাম বার্তা ভোটারদের কাছে দিচ্ছেন। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান প্রবীন নেতা আমির আহমদ খান।তিনি এরইমধ্যে দলের বিভিন্ন স্তরে নেতাকর্মীদের সাথে মতবিনিময় শুরু করেছেন। তার প্রচারনায় এলাকার জনগণের মধ্যে ব্যপক সাড়া ফেলেছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ক্লিন ইমেজের নেতা হিসেবে এরমধ্যেই তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়নের ধারা অব্যাহত ও মাদক বিরোধী তৎপরতা আরো গতিশীল হবে বলে মনে করেন স্থানীয়রা। আমির আহমদ খান বলেন, এবার নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। আমি নির্বাচিত হলে জনগনের জন্য ভাল কিছু করার সুযোগ পাব। বিশেষ করে বেকার সমস্যা সমাধান, রাস্তা ঘাটের উন্নয়ন ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করব। তিনি আরো বলেন, জনগন আমাকে নির্বাচিত করলে স্থানীয় সরকারের সকল সুযোগ-সুবিধা প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌছে দেব। সব সময় মানুষের কল্যানে নিজেকে নিয়োজিত রাখার দৃড় প্রত্যয় ব্যাক্ত করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর