শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:১২ অপরাহ্ন

ই-পেপার

চলাচলের রাস্তা বন্ধের ফলে অবরুদ্ধ কয়েকটি পরিবার!

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৪৬ পূর্বাহ্ণ

চাটমোহর পৌরসভার ১নং ওয়ার্ডের মধ্য শালিখা মহল্লায় চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বেশ কয়েকটি পরিবার অনেকটা অবরুদ্ধ অবস্থায় জীবনযাপন করছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। অবরুদ্ধ পরিবারের পক্ষ থেকে রাস্তা উন্মুক্ত করার প্রতিকার চেয়ে গত মঙ্গলবার (৩০ জানুয়ারি) চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা,সহকারী কমিশনার (ভূমি) ও চাটমোহর থানার অফিসার ইনচার্জের নিকট আবেদনপত্র দাখিল করা হয়েছে।

অভিযোগে জানা গেছে,মধ্য শালিখা মহল্লায় প্রায় ২ যুগ ধরে কিছু ব্যক্তি বাড়িঘর নির্মাণ করে বসবাস করছেন। সম্প্রতি এই পাড়ার সামনে প্রধান সড়ক সংলগ্ন ব্যক্তি মালিকানধীন জায়গার মালিকরা পাকা স্থাপনা করে চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন। এতে করে অবরুদ্ধ হয়ে পড়েছে কয়েকটি পরিবারের লোকজন। চলাচলের ক্ষেত্রে তারা চরম দূর্ভোগে পড়েছেন। ওই ঐলাকার বাসিন্দা আজাহারুল ইসলাম,ইদ্রিস আলী,মোবারক হোসেন জানান,তারা এনিয়ে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। বের হওয়ার রাস্তা বন্ধ করে দেওয়ায় আমরা চরম সম্যায় রয়েছি। পৌরসভা,উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের দারস্থ হয়েও কোন সুরাহা মিলছেনা। চলাচলের রাস্তা বন্ধ করা একটা অমানবিক কাজ। এ থেকে পরিত্রাণ দরকার।
এবিষয়ে জায়গার মালিক রুপম মির্জা জানান,যারা রাস্তা বন্ধের বিষয়ে অভিযোগ দিয়েছেন,তারা মিথ্যে অভিযোগ করেছেন। তারা এ বিষয়ে আদালতে মামলাও করেছেন। অন্যদিক দিয়েও সেখানে যাতায়াত করা যায়। কিন্তু তারা সেটা না করে বিরোধ সৃষ্টি করেছেন।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিম জানান,বিষয়টি পৌরসভার এখতিয়ারভুক্ত। পৌরসভা এ বিষয়ে সমাধানের ব্যবস্থা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর