টাঙ্গাইলের নাগরপুর সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ড সাধারণ সদস্য (মেম্বার) পদ শূন্য হওয়ায় উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এতে ভোট গ্রহণ হবে আগামী ৯ মার্চ (শনিবার)। নাগরপুর উপজেলা নির্বাচন অফিসার মো. আরশেদ আলী কর্তৃক ঘোষণাকৃত তফসিল সূত্র অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৫ ফেব্রুয়ারি, সিদ্ধান্তে আপিল দায়ের ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি, আপিল নিষ্পত্তি ১৯ এবং ২০ ফেব্রুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২২ ফেব্রুয়ারি এবং প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারির পর আনুষ্ঠানিক প্রচারণা শেষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, নাগরপুর সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের টানা ৫ বারের নির্বাচিত ইউপি সদস্য মো. রহম আলী গত ৫ সেপ্টেম্বর (২০২৩ ইং) তারিখে স্ট্রোক জনিত কারণে মৃত্যুবরণ করায় এই পদ শূন্য ঘোষণা করা হয়।