শুক্রবার, ১৭ মে ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন

ই-পেপার

অভয়নগরে পশুরহাটে এসিল্যাণ্ডের ব্যতিক্রমী অভিযান

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০, ৩:২৬ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন অভয়নগর প্রতিনিধি:

অভয়নগরে কোরবানি ঈদের পশুর হাটে ব্যতিক্রমী অভিযান চালিয়ে প্রশংসিত হচ্ছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম রফিকুল ইসলাম। প্রতিদিনই উপজেলার বিভিন্ন পশুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিতকল্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করছেন তিনি। বুধবার উপজেলার চাকই ও মঙ্গলবার নওয়াপাড়া বাজারের প্রধান পশু হাটে গিয়ে দেখা যায়, হাটের মধ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএম রফিকুল ইসলাম মাস্ক বিহীন ক্রেতা-বিক্রেতাকে জরিমানা না করে উপহার হিসেবে মাস্ক পড়িয়ে দিচ্ছেন।

 

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএম রফিকুল ইসলাম বলেন, ‘জেল-জরিমানা নয়, স্বাস্থ্যবিধি নিশ্চিতকল্পে যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান স্যারের নির্দেশনায় মাস্ক দেয়া হচ্ছে। করোনাভাইরাস প্রতিরোধে উপজেলার বিভিন্ন পশুর হাটে মাস্কের উপকারিতা সম্পর্কে মানুষকে সচেতন করা হচ্ছে। এ ধরণের কর্মকা- অব্যাহত থাকবে বলে তিনি জানান’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর