পাবনার ভাঙ্গুড়ায় উপজেলার অষ্টমনিষা হাসিনা-মোমিন বালিকা উচ্চবিদ্যালয়ের এসএসসি ২০২৪ ইং পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১১ টার দিকে বিদ্যালয়ে অডিটোরিয়ায়ে পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে এম সাইফুল ইসলাম, বিশেষ অতিথি মো: আবু সায়েম, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম আপন, সদস্য মো: গোলাম রাব্বি, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো: সাইদুর রহমান, মো: সেলিম রেজা ও মো: বাচ্চুর রহমান।
উক্ত অনুষ্ঠানে সিনিয়র শিক্ষক মো: জহুরুল ইসলামের পরিচালনা ও সহকারী শিক্ষক জাহিদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সরকারি প্রধান শিক্ষক মো: নাজমুল হোসাইন, সিনিয়র শিক্ষক স্বপন কুমার সরকার, সিনিয়র শিক্ষক মো: জালাল উদ্দিন, সিনিয়র শিক্ষিকা জরিনা সুলতানা, সিনিয়র শিক্ষিকা শামীমা সুলতানা, সিনিয়র শিক্ষক মো: আলম হোসেন, সহকারী শিক্ষিকা নিপা খাতুন, সহকারী শিক্ষক আলমগীর হোসাইনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।