পাবনার ঈশ্বরদীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সরকারী সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল এন্ড কলেজে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (২৪ জানুয়ারি) সকালে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন ও মশাল প্রজ্বালনের মাধ্যমে ক্যাম্পাসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ৭১ পাবনা-৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ এমপি। সরকারী সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে সহকারী অধ্যপক শফিকুল ইসলাম শাহিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গভর্নিং বডির সভাপতি সুবীর কুমার দাশ, ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা। এ সময় আরও উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, অবসর প্রাপ্ত অধ্যক্ষ আইনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াহেদুজ্জামান, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহাম্মেদ কিরণ সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও বিপুল সংখ্যক ছাত্র- ছাত্রী এসময় উপস্থিত ছিলেন। বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নব নির্বাচিত সংসদ সদস্য ও পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ এমপি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গভর্নিং বডির সভাপতি সুবীর কুমার দাশ।