শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৫ অপরাহ্ন

ই-পেপার

পাবনায় ১ম ডাচ্-বাংলা ব্যাংকের ভাঙ্গুড়া উপ শাখা উদ্বোধন

চলনবিলের আলো ডেক্স:
আপডেট সময়: বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪, ৪:৪৯ অপরাহ্ণ

শুরু থেকে অনলাইন সুবিধা নিয়ে পাবনা জেলার প্রথম ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি’র ভাঙ্গুড়া উপ শাখা উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর বাজারে আনুষ্ঠানিকভাবে এই উপ শাখার উদ্বোধন করেন পাবনা শাখার এফ, এ, ভিপি এবং ম্যানেজার উজ্জ্বল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে উজ্জ্বল হোসেন জানান, এ ব্যাংক বাংলাদেশের প্রথম আধুনিক ব্যাংকিং ব্যবস্থা চালু করেছে। কোটি কোটি টাকা খরচ করে মোবাইল ব্যাংকিং চালু করা হয়েছে। যাতে গ্রাম-বাংলার মানুষ অতি সহজে ব্যাংকিং সেবা পায়। ডাচ্-বাংলা ব্যাংক শুধু অর্থনীতিতে নয় শিক্ষা ও সামাজিক কর্মকান্ডে তার প্রসার ঘটিয়েছে।

উদ্বোধনী দিন থেকেই ডাচ্-বাংলা ব্যাংকের অনান্য শাখার মত এ উপ শাখাতেও অনলাইন ব্যাংকিং, এটিএম ও সিআরএম সার্ভিস, রিটেল, এসএমই, কর্পোরেট লোন, ক্রেডিট কার্ড, এজেন্ট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এবং রেমিট্রেন্স সার্ভিস প্রদান করছে।

জানা গেছে, ১৯৯৬ সালের ৩ জুন বাংলাদেশে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি’র যাত্রা শুরু হয়। এরপর থেকে সারা দেশে একের পর এক শাখা ও উপ শাখা প্রতিষ্ঠার মাধ্যমে সুনামের সাথে গ্রাহকদের আস্থা অর্জনের মাধ্যমে ব্যাংকিং সেবা প্রদান করে আসছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সভাপতি মো: রায়হান আলী,
ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি’র ভাঙ্গুড়া উপ শাখার ইনচার্জ ইবাদুল সরকার, বিশিষ্ট ব্যবসায়ী আয়নুল হক, এ.কে.এম হানিফ বাবলু, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপ শাখার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক শেখ সাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর