জহরুল ইসলাম (জীবন) হরিপুর /ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের কারণে ঠাকুরগাঁও জেলার সীমান্ত ঘেষাঁ হরিপুর, রানীশকৈল ও পীরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকার অধিকাংশ মানুষ কর্মহীন পরিবারের মাঝে দিনাজপুর ৪২ বিজিবি’র ব্যাটালিয়নের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা।
রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত দিনাজপুর ৪২ বিজিবি’র ব্যাটালিয়নের অন্তরভুক্ত ফকিরগঞ্জ, কোচাঁল, গোবিন্দপুর, চাপাসার, মশানগাঁও, বাসালগাঁও, মিনাপুর এবং কারিগাঁও বিওপি’র বিজিবি সদস্যদের সহযোগিতায় সামাজিক দুরুত্ব বজায় রেখে ত্রাণ সামগ্রী চাউল, ডাল, তেল, আটা, সুজি, লবণ, সাবান ও বিস্কুট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর ব্যাটালিয়নের ৪২ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর সামসুজ্জামান মোহাম্মদ আরিফ উল ইসলাম, আরো উপস্থিত ছিলেন দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের ফকিরগঞ্জ কমান্ডার সুবেদার লোকমান হোসেন, কোচাঁল বিওপি কমান্ডার হাবিলদার জাহাঙ্গীর আলম, গোবিন্দপুর বিওপি কমান্ডার নায়েবে সুবেদার হাবিল উদ্দীন, কারিগাঁও কোম্পানী কমান্ডার সুবেদার মুনসুর আলী,
মিনাপুর বিওপি কমান্ডার হাবিলদার শ্রী গোপাল চন্দ্র, চাপাসার বিওপি কমান্ডার নায়েক সুবেদার তাঁরা মিয়া, হরিপুর সদর ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মঙ্গলা, হাবিলদার মোঃ হারুন-অর রশিদ, সিপাহী মোকলেসুর রহমান, হাবিলদার মজিবর রহমানসহ বিজিবি’র সদস্যগণ।