শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৩৩ পূর্বাহ্ন

ই-পেপার

শীতার্ত মানুষের মাঝে হরিদা খলসী যুব সংঘের শীতবস্ত্র বিতরণ

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ 
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪, ১১:০০ অপরাহ্ণ

❝ আধুনিক সমাজ গঠন ও আর্ত মানবতার সেবায় ❞নাটোরের নলডাঙ্গা উপজেলার  “সামাজিক সেচ্ছাসেবী ও সেচ্ছায় রক্তদান সংগঠন” হরিদা খলসী যুব সংঘ এর আয়োজনে অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার হরিদা খলসী বাজারে অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন, ৫নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ  শাহজাহান আলী।
এসময় উপস্থিত ছিলেন, সামাজিক, সেচ্ছাসেবী ও সেচ্ছায় রক্তদান সংগঠন হরিদা খলসী যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জামিল হায়দার (জনি), উপদেষ্টা মোজাফফর হোসেন নিউটন, আইন বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন মজনু, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মেহেদী হাসান তুষার, সদস্য নাসিম সহ অন্যান্য  সদস্যগণ।
এসময় সংগঠনের সভাপতি জামিল হায়দার বলেন, আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রতিবছর আমরা অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করে আসছি। এছাড়াও বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করে আসছি।  এবারও বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে এবং  শীতবস্ত্র বিতরণ চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর