শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ/২৪ ইং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৮ জানুয়ারি) সারাদিন ব্যাপি
উপজেলা পরিষদ মাঠে আয়োজিত শীতকালীন
জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম শাজাহান আলী।
জাতীয় স্কুল মাদরাসা কারিগরী ক্রীড়া সীমিত আয়োজনে এসময় উপস্থিত ছিলেন আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া,
দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন,
কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান সহ প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাত্র /ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন
৩৭টি ইভেন্টে এই খেলা অনুষ্ঠিত হয়। এর আগে ইউনিয়ন পর্যায়ে ক্লাস্টার ভিত্তিতে বাছাই হয়ে পরে উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।