সাতক্ষীরা প্রতিনিধি:
মাদক সন্ত্রাস বাল্যবিবাহ ইভটিজিং রোধ ও পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কলারোয়ার ২ নং জালালাবাদ ইউনিয়নের বিট পুলিশিং কার্যালয় ও কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস। অদ্য ইংরেজি ২৯/৭/২০২০/ ২ নং জালালাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিট পুলিশিং কমিটির শুভ উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়ার থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি তদন্ত মোঃ বোরহান উদ্দিন আহমেদ।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর উল গীয়াস বলেন মাদক কারবার চলবে না। যারা মাদক ব্যবসায়ী তারা আগামী দুই দিনের মধ্যে আত্মসমর্পণ না করলে কঠোর ভাবে দমন করা হবে। জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা কিভাবে পৌঁছানো যায় সেই বিষয়ে আলোকপাত করে। ওসি আরো বলেন পুলিশি সেবা প্রদান ও গ্রহণের ক্ষেত্রে কোনরকম হয়রানি, দুর্নীতি বা উৎকোচ লেনদেন করা যাবে না। যদি কেউ এ ধরনের কার্যকলাপ করে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ২ নং জালালাবাদ ইউনিয়নে বিট পুলিশিং এর দায়িত্বে থাকছেন এস আই আবু সাইদ ও এ এস আই নুর আলি, অনুষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন।
ইউনিয়ন পরিষদের সচিব মোঃ রফিকুল ইসলাম ও ২ নং জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শেখ মোসলেম আহমেদ, উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, বাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন সহ ইউপি সদস্যগণ ও সুধী বৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এস আই ইস্রাফিল হোসেন,,