মোঃ কামাল হোসেন যশোর থেকে:
কেশবপুরের নব নির্বাচিত সংসদ সদস্য শাহীন চাকলাদারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানালেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। এসময়ে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম ও উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তারা।
গত ১৪ জুলাই কেশবপুরে সংবাদ উপ নির্বাচন অনুষ্ঠিত হয় যেখানে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপি নির্বাচন করলেও। উক্ত নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী শাহীন চাকলাদার বিপুল ভোটে জয়ী হন। গত ২২ জুলাই শপথ গ্রহণ শেষে তিনি আজ প্রথম ২৯ শে জুলাই বুধবার কেশবপুরে আসলেন এবং কেশবপুর উপজেলা মাসিক সাধারণ সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।