শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৭ অপরাহ্ন

ই-পেপার

উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সুজানগরে জনসংযোগে শাহিনের লিফলেট বিতরণ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪, ১০:৩৪ অপরাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হবার পর শপথ গ্রহণ পরবর্তী দায়িত্ব পালনে ব্যস্ত হয়ে পড়েছেন সংসদ সদস্য ও দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। এরই মধ্যে চলতি মাসের শেষ সপ্তাহে স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাব্যতা জানান দিয়েছেন নির্বাচন কমিশনের একটি সূত্র। এরই প্রেক্ষিতে নিজেদের প্রার্থীতা জানান দিতে নানাবিধ কর্মসূচি হাতে নিয়েছেন সম্ভাব্য প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় পাবনার সুজানগর উপজেলায় শুরু হয়েছে জনসংযোগ। এ উপলক্ষ্যে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী শাহিনুজ্জামান শাহিন উপজেলার বিভিন্ন গ্রাম, হাট-বাজারে উঠান বৈঠক করার পাশাপাশি জনসংযোগে বিতরণ করছেন লিফলেট বা প্রচারপত্র। মঙ্গলবার (১৬ জানুয়ারি)  বিকেলে উপজেলার আহম্মদপুর ইউনিয়নের চব্বিশমাইল বাজারে নেতাকর্মীদের সাথে নিয়ে লিফলেট বিতরণ করেন শাহিন। এসময় সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে আ.লীগ সরকারের পাশে থাকার আহ্বান জানান তিনি। একইসাথে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে তাকে ভোট দেবার অনুরোধও জানান। শাহিন সুজানগর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান। লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সদস্য এস.এম শওকত, উপজেলা কৃষকলীগের সহসভাপতি ইসমাইল হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সিদ্দিকী, ইউপি সদস্য মহিউদ্দিন মিঞা, আনোয়ার হোসেন বাবু, আহম্মদপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেক আজিজ সহ স্থানীয় নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর