আটঘরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজার ও রাস্তার মোড়ে মোড়ে রাতে ছিন্নমূলদের খুঁজে খুঁজে নিজ হাতে কম্বল জড়িয়ে দিলেন চেয়ারম্যান তানভীর।
গরম কাপড়ের অভাবে তীব্র শীতে মানবেতর জীবনযাপন করছেন তারা। এমন সময় কম্বল নিয়ে তাদের পাশে দাঁড়ালেন আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য তানভীর ইসলাম।
একদিকে যেমন হিমেল হাওয়া আর কনকনে শীতে বিপাকে রয়েছে অসহায় ও ছিন্নমূল মানুষ।
তাই প্রতিদিন রাতের আঁধারে উপজেলার বিভিন্ন বাজার ও এলাকায় তীব্র শীতে জনজীবনে বিপর্যস্ত হয়ে পড়েছে। তাই রাস্তায় ঘুরে ঘুরে এ সময় তিনি শীতার্ত মানুষের গায়ে নিজ হাতে কম্বল জড়িয়ে দেন।
এ বিষয়ে সচেতন মহল বলছেন, চেয়ারম্যান তানভীর ইসলাম একজন মানবিক হৃদয়ের মানুষ। তার পক্ষ থেকে গরীব অসহায়দের মাঝে কম্বল বিতরণ অব্যাহত রয়েছে।
তারপরও প্রচণ্ড শীত, ঘন কুয়াশার মধ্যে ছিন্নমূল মানুষদের কষ্টের কথা চিন্তা করে গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে কম্বল নিয়ে ছুটে যান। তিনি নিজের হাতে তাদের শরীরে কম্বল জড়িয়ে দেন। এমন মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে জানান তারা।