দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী- আটঘরিয়া) আসন আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী গালিবুর রহমান শরীফ প্রায় দেড় লাখেরও বেশি ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
সংসদীয় আসন-৭১ পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে মোট ১২৯টি কেন্দ্রের সর্বশেষ ফলাফল অনুযায়ী গালিবুর রহমান শরীফ পেয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৪শ ৪৩ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের প্রার্থী পাঞ্জাব আলী বিশ্বাস (স্বতন্ত্র) পেয়েছেন ১৪ হাজার ৬শ ৬২ ভোট।
মশাল প্রতীকের প্রার্থী আব্দুল খালেক(জাতীয় সমাজতন্ত্রীক দল) পেয়েছেন ১০৬০ ভোট, আম প্রতীকের প্রার্থী মুনসুর রহমান (ন্যাশনাল পিপলস পার্টির) পেয়েছেন ৭৮৭ ভোট,
লাঙ্গল প্রতিকের প্রার্থী রেজাউল করিম খোকন ( জাতীয় পাটি) পেয়েছেন ১৫৩৩ ভোট, গামছা প্রতিকের প্রার্থী আতাউল হাসান (কৃষক শ্রমিক লীগ) পেয়েছেন ৮২৬ ভোট।
পাবনা-৪ আসনে ১২৯ টি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১০ হাজার ২শ ৩১, এর মধ্যে আটঘরিয়া উপজেলায় ১ লাখ ৩৭ হাজার ৬৩ ভোট, ঈশ্বরদী উপজেলায় মোট ২ লাখ ৭৩ হাজার ১শ ৬৮ ভোট।