রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের বাবুগঞ্জে মধুবন বেকারীর কারখানায় মঙ্গলবার রাতে ভয়াবহ অগ্নিকান্ডে সম্পূর্ণ ভস্মিভ‚ত হয়েছে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে উপজেলা চেয়ারম্যান, নির্বাহী অফিসার, আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ প্রশাসনিক কর্মকর্তারা।
সার্ভিস।
মধুবন বেকারীর মালিক মো. ফিরোজ হাওলাদার জানান, মঙ্গলবার গভীর রাতে তার বেকারীর কারখানায় অগ্নিকান্ডের ঘটে। মুহুর্তেই মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পরে। খবর পেয়ে বাবুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এরই মধ্যে বেকারীটি পুড়ে সম্পূর্ণ ভস্মিভুত হয়।
অগ্নিকান্ডে প্রতিষ্ঠানের প্রায় ৫ লাখ টাকার ¶তি হয়েছে। তবে অগ্নিকান্ডের সূত্রপাত সম্পর্কে মালিক নিশ্চিত করে কিছু বলতে না পারলেও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
অগ্নিকান্ডের খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমান, রহমতপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরোয়ার মাহামুদসহ উপজেরা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
উপজেলা চেয়ারম্যান ক্ষতিগ্রস্থ বেকারীর মালিককে আর্থিক সহায়তা ও ঘর নির্মানের জন্য ঢেউটিন প্রদানের আশ্বাস দিয়েছেন।