পাবনার ঈশ্বরদীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিরোধে বিএনপির স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের মধ্যে তিন দফা ককটেল বিস্ফোরন, গুলি বর্ষন ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ (৭ জানুয়ারি) রবিবার দুপুর সাড়ে ১২ টা ও সকাল সাড়ে ৭ টার দিকে ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের গোকুলনগরের মাঝদিয়া মাদ্রাসা মাঠে ও শহরের স্কুলপাড়া মোড়ে এসব ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সদস্যরা জানান, দুপুরে ঈশ্বরদী-লালপুর মহাসড়কের গোকুলনগর এলাকায় বিএনপির স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের ৮/১০ জনের একটি দল মুখ বেঁধে ৬ টি ককটেল বিস্ফোরন , কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে। খবর পেয়ে নৌকার প্রার্থী গালিবুর রহমান শরীফের ছোট ভাই উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালের নেতৃত্বে যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা গিয়ে তাদের ধাওয়া করে। এ সময় তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, র্যাব ও বিজিবি গিয়ে পরিস্থিতি শান্ত করে। এর আগে সকালে ভোট শুরু হওয়ার আগে মাঝদিয়া মাদ্রাসা ও শহরের স্কুলপাড়া মোড়ে ৪-৫ টি ককটেল বিস্ফোরন ও কয়েক রাউন্ড গুলি বর্ষনের ঘটনা ঘটে। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী ঘটনাস্থল থেকে জানান, নাশকতা সৃষ্টির জন্য একটি গ্রুপ পৃথক তিনটি স্থানে কয়েকটি ককটেল বিস্ফোরন ও গুলি বর্ষনের ঘটনা ঘটিয়ে পালিয়েছে। এসব ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। পরিস্থিতি শান্ত রয়েছে। তবে কাউকে আটক করা যায়নি।