বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন

ই-পেপার

৭ তারিখ হবে ফরিদপুরের মুক্তির দিন – একে আজাদ

স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪, ১০:৪৫ পূর্বাহ্ণ

ফরিদপুর- ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের আজাদ বলেছেন, আগামী ৭ তারিখ হবে ফরিদপুরের মুক্তির দিন। ফরিদপুরের বিজয়ের দিন। এই দিন জনগন ব্যালটের মাধ্যমে সকল অনিয়ম অত্যাচারের জবাব দিয়ে দিবে। জনগন রুখে দাড়ালে কোন সন্ত্রাসীই টিকতে পারবে না। চাঁদাবাজ, দখলবাজদের সময় ফুরিয়ে এসেছে। এই শহরে সন্ত্রাসীরা আর বেশি দিন টিকতে পারবে।

বৃহস্পতিবার সরকারী রাজেন্দ্র কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

একে আজাদ বলেন, আমি কখনো এতোবড় জনসভায় বক্তব্য দেয়নি। এতো মানুষ আমি কখনো দেখিনি। মানুষ মাঠে জায়গা না পেয়ে রাস্তার মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে। মাঠে যত মানুষ আছে, আশপাশের রাস্তার এর চেয়ে বেশি মানুষ আছে। আমি নির্বাচনে দাড়াতে চাইনি, একজন নেতা আমাকে বললো আপনি না দাড়ালে আমি আত্মহত্যা করবো। এইযে আমার হাতে বিশ। এবার আপনি আপনার সিদ্ধান্ত জানান। মানুষ কত অত্যাচারিত হলে এমন কথা বলে। কত জুলুমের শিকার হলে এমন আচরন করে? আসলে একজন জৈনক ব্যক্তিকে মানুষ বিতাড়িত করতে চান। আজকে হামিম গ্রুপের ছেলেমেয়েরা ঢাকা ছেড়ে ফরিদপুর চলে এসেছে। ভালবাসা না থাকলে এমন হয় না।

তিনি বলেন, ফরিদপুর একটি শিল্পনগরী হবে। আমি ভোলা থেকে গ্যাস এনে ফরিদপুরের শিল্প কাজে ব্যবহার করবো। এসময় তিনি ফরিদপুর বিশ্ববিদ্যালয় ও সিটি কর্পোরেশন করার প্রতিশ্রুতি দেন। ফরিদপুরে একটি মেডিকেল কলেজ ও ফরিদপুরের স্বাস্থ্যসেবা একেবারে নাজুক অবস্থার পরিবর্তন করার আশ্বাস দেন।

তিনি আরো বলেন, আমার পোষ্টার দিনে টাঙালে রাতের আধারে তা উথাও হয়ে যায়। আমার ভাই শামীমের লোকজন আমাকে মোটেই সহ্য করতে পারে না। তারা আমার পোষ্টারের সঙ্গেও শত্রুতা করে। আমার লোক বাসা থেকে বের হয় ভাল পা নিয়ে কিন্তু ফেরার সময় ভাঙা পা নিয়ে বাসায় যেতে হয়। একটি কথা বলতে চাই। আমার ভাইয়ের পাশে অনেক সন্ত্রাসী আছে। আমার ভাই খুনি সম্রাটকে ইউনিয়ন সভাপতি করেছে। তিনি অনেক চতুর লোক। কারণ আমার লোকের উপর হামলা করার আগে সে একজন লোককে আগেই হাসপাতালে ভর্তি করে রাখে পরে আমার লোকজনকে মেরে আমাদের নামেই আবার মামলা দেয়। আমি যেখানেই যাই জনগন আমাকে একটাই প্রশ্ন করে, আপনি কি ফরিদপুর থেকে সন্ত্রাস নিমূর্ল করতে পারবেন? আমি বলেছি আপনারা পাশে থাকলে সব করতে পারবো।

জনগনকে উদ্দেশ্য করে তিনি বলেন,
আমার পোষ্টার ছিড়ে ফেলা হয়। ভোট চাইতে গেলে জনগন আমাকে বলে, আপনার কোন পোষ্টার লাগবে না, আপনার পোষ্টার আমাদের বুকে। ঈগল জনগনের বুকের সঙ্গে লেগে আছে। আমার প্রথম চাওয়া হবে চাঁদাবাজী ও সন্ত্রাস মুক্ত ফরিদপুর গড়া। তারা চাঁদাবাজীর লিমিট ছাড়িয়ে গেছে। শরীয়তউল্যাহ বাজার থেকে দোকানপ্রতি ৩০০ টাকা চাঁদা দিতে হয়। দোকানদাররা অঝোরে কাদে। তবুও তাদের নিস্তার মেলে না।

আওয়ামী লীগের সঙ্গে নিজের কর্মকান্ডের স্মতিচারনা করে একে আজাদ বলেন, ২০০৪ সালে যখন গ্রেনেড হামলা হয়। তখন আমি পার্টি অফিসে আম্বুলেন্স পাঠাই। হাসপাতালে প্রধানমন্ত্রীকে তাকে দেখতে চাই। গ্রেনেড হামলায় আহতের চিকিৎসার ব্যবস্থা করি। শিকদার মেডিকেল ও ঢাকা মেডিকেলে আমি সবাইকে চিকিৎসা সহায়তা করি। ২০০৭ যখন তত্ত্বাবধাক সরকার আসে তখন আমার নেত্রীকে গ্রেপ্তার করা হয়। তখন আমার বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়। আমাকে আর্মি থেকে প্রস্তাব দেয়া হয় আমি যেনো আওয়ামীলীগের বিরুদ্ধে মামলা করি। সাভার সেনানিবাস থেকে মামলার ড্রাফ্ট করে আমার কাছে পাঠানো হয় যেনো আমি সই করি। কিন্তু আমি রাজি হয়নি। তখন আমার ভাই, আমার স্ত্রী ও আমার নামে ১৬ টি মামলা দেয়া হয়।

জনসভায় সভাপতির বক্তব্যে আওয়ামী লীগেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বিপুল কুমার ঘোষ বলেন, ৭ তারিখ আপনারা ভোট দিবেন সন্ত্রাসের বিরুদ্ধে। চাঁদাবাজ ও দখলবাজের বিরুদ্ধে। এবার সুযোগ এসেছে ফরিদপুরকে আপনারা মুক্ত করুন। এই শামীমের সঙ্গে যারা আছে, ডানে বামে সামনে পেছনে সব সন্ত্রাসী। ভোট কেটে নিবে বলে প্রচার করছে। আমি বলতে চাই একটা ভোটে হাত দিলে সেই হাত ভেঙে দেয়া হবে। শামীমের সঙ্গ হলো সন্ত্রাসী। শামীম সন্ত্রাসী ছাড়া চলতে পারে না। নাছিরের মত সন্ত্রাসী নৌকার প্রার্থীর বন্ধু হতে পারে না।

তিনি আরো বলেন, ভোট দিবেন আজাদ কে না। ভোট দিবেন সন্ত্রাসীর বিরুদ্ধে। আপনারা রুখে দাড়ালে কেউ ভোট কেটে বাড়ি ফিরতে পারবে না।
জনগনকে বলতে চাই ৭ তারিখ কোন সন্ত্রাসী যেনো ভোট কেন্দ্রে না যেতে পারে।

জনসভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফারুক হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক শওকত আলী জাহিদ, শহর আওয়ামী লীগের আহবায়ক মনিরুল হাসান মিঠু, যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মনির,এড.বদিউজ্জামান বাবুল, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শাহ আলম মুকুল, খলিফা কামাল উদ্দিন,সাদিকুজ্জামান মিলন, জেলা আওয়ামী লীগের সদস্য শহিদুল ইসলাম নিরু, জেলা মহিলা লীগের সাধারন সম্পাদক নুসরাত রসুল তানিয়া প্রমূখ।

একে আজাদের নির্বাচনী জনসভা সরকারী রাজেন্দ্র কলেজের মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। নেতাকর্মীরা মাঠে জায়গা না পেয়ে আশপাশের রাস্তায় অবস্থান নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর