বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন

ই-পেপার

স্বতন্ত্র প্রার্থীর প্রচার অফিসে আগুন ও নৌকার কর্মীকে মারপিট

সুজন কুমার, নাটোর প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪, ১১:০৮ অপরাহ্ণ

নাটোর-৪ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের একটি নির্বাচনী প্রচার অফিস পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে বনপাড়া পৌর এলাকার হারোয়া কালিবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় আজিম সরকার (৬৯) ও খোকন ব্যপারি (৪০) নামের নৌকার কর্মীকে মারপিট করা হয়েছে। আজিম সরকার বাদি হয়ে বড়াইগ্রাম থানায় হারোয়া কালিবাড়ি এলাকার মৃত সুলতান হোসেনের ছেলে আব্দুল রহমানসহ ১০ থেকে ১২জনকে আসামী করে লিখিত অভিযোগ করেছেন।
স্থানীয় দোকানদার শিশির হোসেন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা নির্বাচনী আলোচনা শেষে সবাই চলে যায় । পরে শুক্রবার ভোর পাঁচটার দিকে দেখা যায় নির্বাচনী ক্যাম্প কে বা কাহারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা পুলিশকে খবর দেয়।
আজিম সরকার বলেন, গত বুধবার সকালে সুলতান হোসেন আমাকে নৌকার প্রচারণায় অংশ নিতে নিষেধ করে। আমি নিষেধ না শুনলে হুমকি দেয়। শুক্রবার সকালে মসজিদের একটি কাজ শেষ হলে যাওয়ার পথে আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে আমাকে মারপিট করে। আমাকে উদ্ধার করতে খোকন ব্যাপারি এগিয়ে আসলে তাকেও মারপিট করে।
সুলতান হেসেন বলেন, আমি কাউকে হুমকি বা মারপিট করার সাথে জড়িত নাই। এই ঘটনায় আমি কিছুই জানি না।
বড়াইগ্রাম থানার পরিদর্শক শাফিউল আযম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আজিম সরকার বাদি হয়ে লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
সকারী রিটার্নিং কমকর্তা ও উপজেলা নির্বাহী কমকর্তা আবু রাসেল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। উভয় পক্ষকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর