সাওতাল বিদ্রোহের ইতিকথা,
নেতৃত্বে ছিল
সিদু কানু চাঁদ ভৈরর সাওতাল নেতা।
অবহেলিত ছিল
জনসমাজ সাওতাল,
মহাজন জোতদার তাদের ঠকিয়ে
হয়েছে সম্পদে লালে লাল।
ইংরেজ ও মহাজন সাওতালদের
ওজন কম,শুল্কের দোহাই ও সুদের বোঝা চাপিয়ে
সাওতালদের শোষন করেছে
নির্যাতনের স্টিম রোলার চালিয়ে।
১৮৫০ সালে ৩০ জুন
ভাগনাদিহি গ্রামে জ্বলে ওঠে
সাওতালদের প্রতিবাদের বারুদ,
১০হাজার সাওতাল এক হয়ে
ইংরেজদের হঠাতে
গড়ে তোলে বিশাল প্রতিরোধ ।
নির্যাতিত সাওতালরা স্বাধীনতার জনৗ
ইংরেজদের বিরুদ্ধে রুখে দাড়ায়,
প্রাণপন সংগ্রাম করে
ইংরেজ কামানের কাছে হয়ে যায় অসহায়।
চাঁদ,ভৈরবসহ সাওতাল মুক্তিকামীদের
ইংরেজ হায়েনা হত্যা করে,
এ বিদ্রোহের আগুনের শিখা
সারা ভারতে ছড়িয়ে পড়ে।
১৮৫৬ সালের ফেব্রুয়ারী মাসে
সিদু ও কানুকে ফাসি দেয়া হয়,
এ বিদ্রোহ ব্রিটিশ শাসন অবসানের
ভিত্তিমুল নাড়িয়ে দেয়।
লেখক পরিচিতি:-
মো: আলমগীর হোসেন,
লাঙ্গলমোড়া, সলঙ্গা, সিরাজগঞ্জ,বাংলাদেশ।
মোবাইল: ০১৭৪০-৭১৪৬৫৬