শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২২ অপরাহ্ন

ই-পেপার

ভোগান্তি কমাতে ২টি বাস উপহার দিলেন রাষ্ট্রপতি

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪, ৯:১৩ অপরাহ্ণ

দুর দুরান্ত থেকে আসা শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজে দুটি নতুন বাস উপহার দিয়েছেন দেশের ২২তম মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বুধবার (৩ জানুয়ারি) দুপুরে এডওয়ার্ড কলেজের শহিদ আব্দুস সাত্তার পৌর মিলনায়তনে একটি হস্তান্তর অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বাস দুটি হস্তান্তর করেন রাষ্ট্রপতি পুত্র আরশাদ আদনান রনি।
এর আগে সুসজ্জিত বাস দুটিতে করে কলেজ ক্যাম্পাসে আসেন রাষ্ট্রপতি পুত্র রনি। এসময় কলেজ স্কাউটের বর্ণিল কুচকাওয়াজের মধ্য দিয়ে তাকে বরণ করে কলেজ কর্তৃপক্ষ। এরপর অনুষ্ঠানের মধ্য দিয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মাহবুব সরফরাজের হাতে প্রতীকী চাবি তুলে দেন আরশাদ আদনান রনি। এসময় জেলা পরিষদের চেয়ারম্যান আ.স.ম আব্দুর রহিম পাকন, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ, বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল আওয়াল ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মো. মাহবুব হাসান সহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আনুষ্ঠানিক হস্তান্তর শেষে কলেজ অধ্যক্ষ, শিক্ষক ও অতিথিদের নিয়ে বাসে চড়ে ক্যাম্পাস ঘুরে দেখেন রাষ্ট্রপতিপুত্র। ভোগান্তি ছাড়া শিক্ষার্থীদের আরামদায়ক যাতায়াত ও এর মধ্য দিয়ে শিক্ষাকার্যক্রমে ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা সুশিক্ষিত হয়ে উঠবে এমন প্রত্যাশা থেকেই বাবা রাষ্ট্রপতি বাসগুলো পাঠিয়েছেন বলে এসময় জানান রাষ্ট্রপুত্র রনি।
এদিকে রাষ্ট্রপতির এ উপহার শিক্ষার্থী বান্ধব মনোভাবের বহি:প্রকাশ উল্লেখ করে বক্তব্য দেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মো. মাহবুব সরফরাজ। এ উপহারের জন্য কলেজ পরিবারের পক্ষ থেকে রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশও করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর