বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৪:১৭ অপরাহ্ন

ই-পেপার

স্বতন্ত্র প্রার্থী সুজনের কর্মী সমর্থকদের নির্বাচনী শোভাযাত্রা

সুজন কুমার, নাটোর প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪, ৯:১২ অপরাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রাথী সুজন আহম্মেদের নির্বাচনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার তার কর্মী সমর্থকরা এই কর্মসূচীর আয়োজন করে। নাটোরের বড়াইগ্রামে বনপাড়া এলাকা থেকে শুরু হয়ে ট্রাক, বাস, মোটরসাইকেল ও ইজিবাইকের শোভাযাত্রায় কয়েক হাজার নেতা কর্মী বড়াইগ্রাম ও  গুরুদাসপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বনপাড়া বাজারে এসে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। এতে নেতা কর্মীদের দিক নির্দেশনা মূলক বক্তৃতা করে প্রার্থী সুজন আহম্মেদ।
সুজন আহম্মেদ বলেন, আমি হাসপাতালের মাধ্যমে সমাজ সেবা শুরু করেছিলাম। আমি নিবার্চিত হলে এই এলাকায় একটি মেডিকেল কলেজ স্থাপন করে মানুষের চিকিৎসার উন্নতি করা হবে। এছাড়াও শিক্ষা ব্যবস্থার উন্নতির পাশাপাশি বি ত মানুষ নিয়ে কাজ করতে চাই। তিনি আরো বলেন, আমি হাসপাতাল সমাজসেবা শুরু করার পর মানুষের যে ভালবাসা পেয়েছি তাতে আমি অবশ্যই বিজয়ী হবো। তাই নেতা কর্মীদের সজাগ থেকে ভোটের দিন পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনায় না জড়ানোর অনুরোধ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর