সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন কতৃক স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৩ জানুয়ারি) বিকাল তিনটায় উপজেলার সুম্ভুদিয়া বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের পক্ষে গণসংযোগ জনসভা করা হয়। নির্বাচনী জনসভায় সফর সঙ্গী হিসেবে সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, বেলকুচি উপজেলা আ’লীগের সহসভাপতি গাজী লুৎফর রহমান মাখন।
জন সভায় উপস্থি ছিলেন সাবেক শিক্ষা সচিব হুমায়ন খালেক,শিল্পপতি নজরুল ইসলাম মন্ডল,বাংলাদেশ আ’লীগের সদস্য জাহাঙ্গীর কবির রানা,বীর মুক্তীযোদ্ধা হযরত আলী মাস্টার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু নজির মিয়া, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা শিল্পপতি মজিবুর রহমান, সহসভাপতি নুর মোহাম্মদ চৌধুরী সুন্জু, বাঘুটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাহ্হার সিদ্দিকী,সঞ্চালনায় ছিলেন কামরুল হায়দার মুন্না ও স্থানীয় জনপ্রতিনিধিগণসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হাজার হাজার জনতার একাংশ ঈগল প্রতীকের জনসভায় উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা আগামী ৭ জানুয়ারি সকলকে নির্ভয়ে নির্বিগ্নে সবাই ঈগল প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান। প্রশাসনের সকল পর্যায়ের ব্যক্তিবর্গ নির্বাচনে থাকবেন এবং সবাই যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই লক্ষ্যে তারা কাজ করছেন। প্রতিপক্ষের হুমকি ধামকিতে কোন ভয় পাবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যে কাজ করছেন। কারও সাধ্য নেই একটি ভোট নয়ছয় করার। ৭ তারিখে সিরাজগঞ্জ-৫ বেলকুচি-চৌহালী আসনের নির্বাচনে ঈগল প্রতীকের ভোটের গণ জোয়ার বইছে। তাই লতিফ বিশ্বাসের ঈগল প্রতীকে ভোট দিয়ে ভোট বিপ্লবের মাধ্যমে হাইব্রিড মুক্ত করতে হবে। উন্নয়ন বঞ্চিত সিরাজগঞ্জ-৫ বেলকুচি-চৌহালী আসনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের ঈগল প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।