বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন

ই-পেপার

চাটমোহরে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে আহত শিশুর মৃত্যু

রাজিব হোসেন, চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪, ১১:৩৮ পূর্বাহ্ণ

পাবনার চাটমোহরে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে গুরুত্বর আহত এক শিশু দুর্ঘটনার কয়েক ঘণ্টার মাথায় মারা গেছে। সোমবার বিকালে পিঠা নিয়ে নিজেদের বাসার ছাদে ওঠার পরে পড়ে যায় সে।

সাত বছর বয়সী ওই শিশুর নাম তাছলিমা সুলতানা মেঘা, সে শহরের জিরো পয়েন্ট এলাকার বাসিন্দা মাসুদ রানার মেয়ে।

এলাকাবাসী জানায়, মেঘারদের বাড়িতে এদিন শীতের পিঠার আয়োজন ছিল। পিঠা হাতে সে কখন ছাদে গেছে, সেটা কেউ খেয়াল করেনি। সে যখন ছাদ থেকে পড়ে যায়, তখন ছাদে কেউ ছিল না; ছাদে নিরাপত্তা রেলিং বা প্রাচীর ছিল না। সে যখন পড়ে যায় তখন বিকাল সাড়ে চারটা-পাঁচটা।

এদিকে বিদ্যুত নামের এক পথচারী শব্দ শুনে পিছনে ঘুরে শিশুটিকে রাস্তার ওপর পড়ে থাকতে দেখে। এরপর তারপর পরিবারের লোকজনসহ স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাতে ১১টার দিকে মারা যায় সে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com