পাবনা-৩ আসনের (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) নৌকার প্রার্থী আলহাজ্ব মো. মকবুল হোসেন এমপি বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নৌকা, স্বাধীনতার নৌকা আমার হাতে দিয়েছেন। মনে রাখবেন নৌকা বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনা’র প্রতীক, উন্নয়নের প্রতীক। আমার জীবনের শেষ নির্বাচন, হয়তো আমার জীবনে আর নির্বাচন আসবে না। আমার জীবনের শেষ বেলায় নৌকাকে ভোট দিয়ে আমাকে জয়ী করবেন। আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। আমি এই তিন উপজেলার সাধারণ মানুষের মাঝে আজীবন বেচে থাকতে চাই। আর আমি যেন, এই শেষ বেলাতে সেই নৌকাভরা ফসল নিয়ে শেখ হাসিনার কাছে ফেরত নিয়ে যেতে পারি।
মঙ্গলবার (২জানুয়ারী) বিকাল ৩টায় ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ভাঙ্গুড়া সরকারী হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ লোকমান হোসেন-এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান আরিফ এর পরিচালনায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা আঃলীগের সভাপতি মোঃ রেজাউল রহিম লাল।
বিশেষ অতিথির বক্তব্য দেন,পাবনা -সিরাজগঞ্জ জেলার সংরক্ষিত আসনের এমপি ও জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মোছাঃ নাদিরা আক্তার জলি, সহ-সভাপতি এ্যাডঃ বেলায়েত হোসেন বিল্লু,সহ-সভাপতি আঃ হান্নান মান্না, যুগ্মসাধারণ সম্পাদক এ্যাডঃ আহাদ বাবু, জেলা আঃলীগের সাবেক প্রচার সম্পাদক মোঃ কামিল হোসেন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ মোস্তফিজুর রহমান সুইট, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিবলী সাদিক, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান সবুজ, ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাকি বিল্লাহ, ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মেয়র মোঃ গোলাম হাসনাইন রাসেল, চাটমোহর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান আতিক, ফরিদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল কবির, ফরিদপুর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা খ.ম কামরুজ্জামান মাজেদ প্রমূখ।
উল্লেখ্য, ভাঙ্গুড়া উপজেলা ও পৌর এলাকা থেকে প্রায় হাজার হাজার আওয়ামীলীগ ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ- ভোটার-সমর্থকরা নৌকার ছবি সমম্বলিত ফেষ্ঠুন, ব্যানার, বাদ্যযন্ত্র নিয়ে মিছিলে শ্লোগান দিয়ে জনসভাস্থলে উপস্থিত হয়। ফলে নির্বাচনী জনসভাটি জন সমুদ্রে পরিণত হয়।