আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের বিভিন্ন গ্রামে গরু চুরির হিড়িক পড়েছে।
সোমবার ১ জানুয়ারি দিবাগত রাতের কোন এক সময় ত্রিমোহন গ্রামের আব্দুস সালামের দুইটি গাভী গরু চুরি হয়েছে।
গরুর মালিক আব্দুস সালাম জানান গরু দুটির দাম দুই লক্ষাধিক টাকা হবে।
এছাড়াও একদন্ত ইউনিয়নের বেলদহ গ্রামের ( জাপান বাড়ি) আব্দুল হামিদ মাস্টারের একই রাতে ৮টি গরু চুরি হয়েছিল।
যার অনুমানিক দাম ১০ লক্ষ টাকা হবে বলে গরুর মালিক জানিয়েছেন।