বাংলাদেশ আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, আপনারা পলককে দিয়ে এলাকা ঢেলে সাজিয়ে ফেলেন। অনুন্নত চলনবিলকে সাজিয়ে নতুন রুপ দিয়েছেন আমার ছোট ভাই পলক।
রবিবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজ মাঠে নাটোর-৩ আসনের নৌকার প্রার্থী এডভোকেট জুনাইদ আহমেদ পলকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।
লিটন বলেন, চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলা একসময় ছিল অবহেলিত, অনুন্নত। ১৫ বছরে পলক সিংড়াকে পরিবর্তন করে নতুন রুপ দিয়েছেন। যিনি কাজ করেন, তার ভুল হয়। পলকও কাজ করতে গিয়ে ভুল করেছে। তার ভুলত্রুটি মাফ করে নৌকা প্রতীকে ভোট দিয়ে চলনবিলকে উন্নয়ন করার সুযোগ করে দিবেন।
বিএনপির সমালোচনা করে লিটন বলেন, জাতীয় নির্বাচন এলেই বিএনপি-জামায়াত নির্বাচন বন্ধের ষড়যন্ত্র করে। তত্ত্বাবধায়ক সরকারের দাবি করে। তাদের পাল্লা ভারী নয় জন্য নির্বাচনে আসতে চায়না। বিএনপির শাসনামলে সারের জন্য মানুষকে জীবন দিতে হয়েছে। এখন আর সারের জন্য জীবন দিতে হয়না।
সিংড়া উপজেলা আ.লীগের সভাপতি এড. শেখ ওহিদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় বক্তব্য দেন নাটোর-৩ আসনের নৌকার প্রার্থী ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি প্রমুখ।