ঠাকুরগাঁও হরিপুরে নৌকা মর্কার জনসভা যেন জনসমুদ্রে পরিনত হয়েছে। ছাত্র ও যুব-সমাজের কর্মসংস্থানের লক্ষে দেশ ও জাতির কল্যাণে সহ দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ এর আওয়ামী লীগের দলীয় মনোনিত নৌকা মার্কার প্রার্থী মাজহারুল ইসলাম সুজন কে নৌকায় ভোট দিয়ে নির্বাচিত করে জন নেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। শুক্রবার সন্ধা পৌনে ৭ টায় যাদুরানী বাজরে আমগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে নৌকা মার্কার নির্বাচনী জন সভায় এ কথা বলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন। এ সময় তিনি শীতের দিনে এত রাতে মানুষের উপস্থিতী দেখে মুগ্ধ হয়ে যান এবং আগামী ৭ জানুয়ারী নৌকার নিশ্চিত জয় হবে বলে মন্তব্য করেন। ওই সমাবেশে প্রায় ১০ হাজারের অধিক মানুষে সমাবেশ ঘটে। এ আসনে ৫ জন প্রার্থী প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদন্দি করলেও নৌকার প্রার্থী মাজহারুল ইসলাম সুজন ও স্বতন্ত্র প্রার্থী আলী আসলাম জুয়েল (ট্রাক)মার্কা দুই প্রার্থীও নির্বাচনী প্রচারনায় মাঠ বেশ জমে উঠেছে।