এম ইদ্রিস আলী সাতক্ষীরা থেকে:
আসন্ন পবিত্র ঈদুল-আযাহার শুভেচ্ছা জানিয়েছেন সাতক্ষীরার কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি, জেলা পরিষদ সদস্য, কলারোয়া পৌরসভার মেয়র প্রার্থী আলহাজ্ব শেখ আমজাদ হোসেন । শুভেচ্ছা বার্তায় তিনি পবিত্র ঈদে সকলের জীবনে সুখ, শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দর সমাজ গড়ে তোলার আহব্বান জানান।চলমান বৈশ্বিক করোনা পরিস্থিতি মানুষের জীবনমানের স্হাবীর করে দিয়েছে। মরণব্যাধী এই ভাইরাসে কারনে আমরা প্রত্যেকে আজ ঘরবন্দী। প্রত্যেকের ঘরে নিরব অভাব থাকার পরও বেচে থাকার জন্য আরো কিছু দিন ঘরে থাকার আহবান জানান।
তিনি আরো বলেন – জীবনের প্রথম দেখেছি গোটা পৃথিবী অঘোষিত হরতাল,লকডাউন। বাংলাদেশ তার বাইরে নয়, তাই প্রত্যেকের উচিত হবে মহামারী করোনার কারণে রাষ্ট্রীয় সকল বিধি নিষেধ মেনে ঈদ উদযাপন করতে হবে। ঈদে গণজমায়েত এড়িয়ে চলা সহ প্রয়োজনে ঘরেই নামাজ আদায় করতে হবে। এই বিষয়ে আলেম ওলামাদের সুনির্দিষ্ট ফতোয়া রয়েছে এবং আমাদের পবিত্র হেরাম শরীফের অবস্থা ও দৃষ্টান্ত হতে পারে। সুতারং ঈদে কোলাকুলি, দাওয়াত খাওয়া সহ সকল গণজমায়েত বর্জন করি। ঘরে থাকুন, সুস্থ থাকুন।
নিজে সচেতন হউন, অন্য কে সচেতন করুন। নিজে বাচু অন্যকেও বাঁচতে সাহায্য করুন। আমাদের মনে রাখতে প্রত্যেকের পরিবার আছে নিজের জন্য নয় পরিবারের জন্য ভাবতে হবে। তাই প্রয়োজনে আমরা ঘরে থেকেই ঈদ আনন্দ উপভোগ করব। মহান সৃষ্টিকর্তা আমাদেরকে এই মহামারী থেকে রক্ষা করবেন বলে তিনি আশা ব্যাক্ত করেন। (আমিন)