শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন

ই-পেপার

উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন এনামুল হক বাবুল 

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩, ৭:০১ অপরাহ্ণ

যশোর-৪ (অভয়নগর-বসুন্দিয়া ও বাঘারপাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আলহাজ্ব এনামুল হক বাবুল নওয়াপাড়া পৌরসভার ১ নং ও ৩ নং ওয়ার্ডে  নির্বাচনী প্রচারনা ও  গনসংযোগ করছেন। বৃহস্পতিবার সকালে  আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে নৌকা প্রতীকের উন্নয়ন তুলে ধরেন ভোটারদের কাছে।এরপর নওয়াপাড়া রেলস্টেশন চত্বরে অভয়নগর নওয়াপাড়া পৌর ইকুভমেন্ট হ্যান্ডলিং ও হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের  আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ফাগুন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর-৪ (অভয়নগর, বসুন্দিয়া ও বাঘারপাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আলহাজ্ব এনামুল হক বাবুল।মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র  সুশান্ত কুমার দাস শান্ত, উপজেলা আওয়ামী লীগের সভানেত্রী সাফিয়া খানম, নওয়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, নওয়াপাড়া রাজঘাট শিল্পাঞ্চল শাখার জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচা, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা লায়লা খাতুন। এসময় এনামুল হক বাবুল বলেন, নৌকা মার্কায় ভোট দিলে শেখ হাসিনার হাত  শক্তিশালী ও উন্নয়ন হবে। উন্নয়নের মাধ্যমে দেশকে আরো আধুনিকায়ন ও উন্নয়নশীল দেশে রুপান্তরিত করা হবে। এ আসনের প্রতিটি অঞ্চলের  উন্নয়ন ঘটানো হবে। অবহেলিত ও বঞ্চিত  মানুষের ভাগ্যের উন্নয়ন করা  হবে। তিনি বলেন, তিনি যদি ক্ষমতায় আসেন তাহলে নওয়াপাড়া ভৈরব নদী  ও ভবদহ সমস্যা সমাধান করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর