আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গালিবুর রহমান শরীফ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী পাঞ্জাব বিশ্বাস (ঈগল মার্কা), জাতীয় পার্টির প্রার্থী মোঃ রেজাউল করিম (লাঙ্গল), কৃষক শ্রমিক জনতা লীগ মোঃ আতাউল হাসান (গামছা), জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেক (মশাল), ন্যাশনাল পিপলস পার্টি মোঃ মনছুর রহমান (আম)।
গালিবুর রহমান শরীফ (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী পাঞ্জাব বিশ্বাস (ঈগল মার্কা) ছাড়া অন্য চার প্রার্থীকে চেনেন না এ আসনের সাধারণ ভোটাররা।
জেলা রিটার্নিং অফিসার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পরপরই ব্যাপকভাবে প্রচার-প্রচারণায় নেমেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গালিবুর রহমান শরীফ (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী পাঞ্জাব বিশ্বাস (ঈগল)। এ দু’জন ছাড়া ভোটের মাঠে বাকি চার জনের দেখা নেই।
বাকি চার জনের কোনো পোস্টারও এলাকায় দেখা যাচ্ছে না। সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে ওই চারজনকে এলাকায় মানুষজন কোন সময় দেখেননি এমনকি তাদের কোন পোস্টার, মাইকিংও দেখা যায়নি।