শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন

ই-পেপার

শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড় চাই একদন্ত নির্বাচনী জনসভায়-গালিব

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ৯:২৮ অপরাহ্ণ

আমরা সবাই জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের পতাকা তলে সমাবেত হই। আমার সোনার মানুষ একদন্ত ইউনিয়ন বাসি। আমার পিতার অসমাপ্ত রাস্তা ঘাট শিক্ষা প্রতিষ্ঠান সহ অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করতে চাই। আমার পিতার কৃতকার্মের জন্য আমাকে আপনাদের মনে পড়বে।
আপনাদের দঃখ দুর্দশার কথা শুনতে চাই। আমি আপনাদের পাশে থেকে সব সময় কাজ করতে চাই। শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়  চাই।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে মঙ্গলবার(২৬ ডিসেম্বর) একদন্ত উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে পাবনা-৪ আসনের নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ গালিব বক্তব্য দেন।
একদন্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এজেডএম আব্দুল জলিল এর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক এবং সাবেক ইউপি চেয়ারম্যান ইসমাইল সরদার এর সঞ্চালনায় এসময়
বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন,  সিনিয়র সহসভাপতি আব্দুল গফুর মিয়া, উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য তানভীর ইসলাম, চাঁদভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিঃ সাইফুল ইসলাম কামাল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আজিজুল গাফফার, সাধারণ সম্পাদক গোলাম মওলানা পান্নু, দেবোত্তর ডিগ্রি কলেজ শাখা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ।
সার্বিক সহযোগিতায় ছিলেন একদন্ত ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল।
উপস্থিত ছিলেন একদন্ত ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ওয়াসিম সরদার, যুব লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাজীব হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, সাবেক চেয়ারম্যান শেখ আনোয়ার সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর