বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:৪৬ অপরাহ্ন

ই-পেপার

আচরণ বিধি ভেঙ্গে ইউপি কার্যালয়ে নির্বাচনী সভা ইউপি চেয়ারম্যান ও সচিবকে কারণ দর্শানো নোটিশ

সুজন কুমার, নাটোর প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ৯:২৮ অপরাহ্ণ

নাটোরের বড়াইগ্রামে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধি ভেঙ্গে ইউপি কার্যালয়ে নির্বাচনী সভা করার অভিযোগে চেয়ারম্যান ও সচিবকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। মঙ্গলবার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আবু নাছের ভুঞাঁর পক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. ওয়ালিউল হাসান এ নোটিশ দেন। জেলা প্রশাসক কার্যালয় সুত্রে জানা যায়, নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮এর ১৪(২) বিধি অনুযায়ী “সরকারি আধা-সরকারি প্রতিষ্ঠান কোন দল বা প্রার্থীর পক্ষে বা বিপক্ষে প্রচারের স্থান হিসাবে ব্যবহার করা যাবে না” মর্মে উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ, নাটোর গত ১৮/১২/২০২৩ইং তারিখের স্মারক নং-০৫.৪৩.৬৯০০.০১১.০৯.০০১.২৩-৬৯৩ ইউনিয়ন পরিষদ/ পৌরসভাকে পত্রের মাধ্যমে নির্দেশনা প্রদান করেন। তা সত্ত্বেও গত শনিবার রাত আনুমানিক ১১.০০ ঘটিকা পর্যন্ত ২নং বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারনামূলক ‘উঠান বৈঠক’ অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সদস্য নজরুল ইসলামের সভাপতিত্বে এ উঠান বৈঠকে উপস্থিত ছিলেন নৌকা প্রতিকের সংসদ সদস্য প্রার্থী ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মমিন আলী ও নৌকা প্রতিকের কর্মী-সমর্থকরা। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক লাইভের মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়।
বিষয়টি স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু নাছের ভুঞাঁর কাছে লিখিত অভিযোগ করেন। মঙ্গলবার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাসেল কারণ দর্শানোর নোটিশ প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউপি চেয়ারম্যান মমিন আলী বলেন, নোটিশ পেয়েছি। যথাযথ ভাবে নোটিশের জবাব দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর