পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম আফিয়া খাতুন( ৫)। সে উপজেলার ছাইকোলা ইউনিয়নে কুকড়াগাড়ি গ্রামের শামীম হোসেনের মেয়ে।
শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চাটমোহর ছাইকোলা সড়কের কুকড়াগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চাটমোহর-সাইকোলা সড়কের কুকড়াগাড়ি এলাকা আফিয়া নিজ বাড়ির সামনে রাস্তা পার হচ্ছিল। এমন সময় ছাইকোলা থেকে চাটমোহর গামী মাইক্রো গাড়ি তাকে চাপা দিলে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে দ্রুত চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসি গাড়ি ড্রাইভার ছোটনকে গাড়িসহ আটক করে পুলিশে দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সেলিম রেজা জানান, গাড়িটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।