সিরাজগঞ্জের সলঙ্গার প্রত্যন্ত এলাকায় হতদরিদ্র,অসহায় শিক্ষার্থীদের মাঝে ৩ শতাধীক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার (১৭ ডিসেম্বর) সকাল ১০ টা হতে দুপুর পর্যন্ত সলঙ্গা থানার ধুবিল ও ঘুড়কা ইউপির বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে এ কম্বল বিতরন করা হয়।ইনার হুইল ক্লাব অফ ঢাকা নর্থ ডিস্ট্রিক-৩৪৫ এর পক্ষে ক্লাবের প্রেসিডেন্ট মাহমুদা রহমান বিতরণে উপস্থিত ছিলেন। বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন,সলঙ্গার কৃতি সন্তান,বিশিষ্ট শিল্পপতি এটিএম লুৎফর রহমান দিলু,খারিজা ঘুঘাট সপ্রাবি’র প্রধান শিক্ষক মনিরুল ইসলাম সেলিম,চৌধুরি ঘুঘাট সপ্রাবি’র প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,ধুবিল মেহমান শাহী সপ্রাবি’র প্রধান শিক্ষক আ: রহমান,বাসুদেবকোল সপ্রাবি’র প্রধান শিক্ষক নাহিদ সুলতানা,শিক্ষক জাহাঙ্গীর আলম ঝন্টু,ধুবিল ইউনিয়ন যুবলীগের আহবায়ক আনিছুর রহমান সহ অনেকে।