রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সদস্য বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ, সদস্য রাজশাহী জেলা আওয়ামী লীগ ও সাধারণ সম্পাদক তাহেরপুর পৌর আওয়ামী লীগ, অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ।
রোববার (১৭ ডিসেম্বর) সকাল ১০ টার সময় তাহেরপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাগমারা প্রেসক্লাবের সভাপতি আফাজ্জল হোসেন, ও সভাটি সঞ্চালনা করেন সাংবাদিক রাশেদুল ইসলাম ফিরোজ।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে নৌকা মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহনযোগ্য করতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সকলের অংশগ্রহণে নির্বাচন হোক এ বিষয়টি সামনে রেখেই আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আর নির্বাচন সুষ্ঠু করতে সাংবাদিকদের উল্লেখযোগ্য ভূমিকার জন্য তিনি সহযোগিতা কামনা করেন। এবং নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মতবিনিময় সভায় সাংবাদিকরা মন্তব্য করে বলেন, এই নির্বাচনে যেনো কোনো প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লংঘন বা অন্য কোনো কারণে মিথ্যে সংবাদ প্রকাশ না হয়। আর আমরা আপনারা সবাই মিলে সত্যিটা তুলে ধরি। যেকোনো প্রার্থীর বিষয়ে অভিযোগ উঠলে তা যাচাই-বাছাই করে সংবাদ পরিবেশন করবেন। আমরা চাই বাগমারায় শান্তি।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাকিরুল ইসলাম সান্টু, শ্রম বিষয়ক সম্পাদক মাহাবুবুর রহমান, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বাক্কার মৃধা মনসুর রহমান প্রমুখ।