নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের নীলডাঙ্গা গ্রামের মৃত জফির মন্ডলের ছেলে জাহিদুল ইসলাম এর বাড়িতে অগ্নিকাণ্ডে দুটি ঘর সহ ৪টি গরু আগুনে দগ্ধর ঘটনা ঘটেছে।
শনিবার (১৬ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলার নীলডাঙ্গা গ্রামে জাহিদুল ইসলাম এর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি দোচালা ঘর ও ৪টি গরু আগুনে দগ্ধ হয়েছে। ক্ষতিগ্রস্ত জাহিদুল ইসলাম জানান অগ্নিকাণ্ডে তার প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত পাওয়া যায় নাই ধারণা করা হচ্ছে যে রান্নাঘর থেকে হয়েছে বলে জানান।